
সাতক্ষীরা প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে দেশের মানুষ ফ্যাসিস শেখ হাসিনাকে বিদায় করে এখন গনতন্ত্র ফিরে পেয়েছে। দীর্ঘ ১৫ বছরের জুলুম নির্যাতনের অবসান ঘটিয়ে জাতী মুক্তি পেয়েছে।
তিনি আজ শুক্রবার সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা শাখা আয়োজিত এক ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্ততায় এসব কথা বলেন।
সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গাজী মোহাম্মদ আসাদুল্লাহর সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রিয় তথ্য গবেষনা ও আইন সম্পাদক সুলতান মাহমুদ, কেন্দ্রিয় নেতা মো: আব্দুল করিম শাহিন, আব্দুল আজিজ নোমান প্রমুখ।