সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় কার্বাইড মেশানো ৪ হাজার ২৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে শহরের বাঁকাল এলাকায় জব্দ করার পর আমগুলো ভ্রাম্যমাণ আদালতে বিনষ্ট করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি বাপ্পি দত্ত রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে কার্বাইড মেশানো আম ঢাকায় পাঠানো হচ্ছে, এমন খবরের ভিত্তিতে সদর উপজেলা কৃষি অফিসার মো. মনির হোসেন ঘটনাস্থলে গিয়ে আমগুলো জব্দ করে, পরে প্রশাসনকে জানানো হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার ঘটনাস্থল থেকে আমে কার্বাইড মেশানোর অবস্থায় আমগুলো আটক করা হয়। ঘটনার সময় আমের মালিক পালিয়ে যায়।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির জানান, নির্ধারিত সময়ের আগে কেউ গাছ থেকে আম সংগ্রহ করলে বা কার্বাইড ও কেমিক্যাল মিশিয়ে অপরিপর্ক আম বাজারজাত করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা অব্যহত থাকবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত