
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ করা হয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসির ইবনে মহসীন আজ বুধবার বিকেলে তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত ৩ টার দিকে কোস্টগার্ড স্টেশন কৈখালী সাতক্ষীরার শ্যামনগর থানাধীন চুনকুরি খালে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদক জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে কারবারিরা পালিয়ে যায়।
জব্দকৃত মাদকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত