সাতক্ষীরা প্রতিনিধি: দেশের দক্ষিন-পশ্চিমের সীমান্ত জেলা সাতক্ষীরার জনপদে হঠাৎ ঘনকুয়াশার সাথে জেঁকে বসেছে শীত। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে এই জনপদের স্বাভাবিক জীবনযাত্রা। সড়কে ভোর থেকে সকাল ৯ টায় পর্যন্ত সড়কে হেডলাইন জ¦ালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
আজ বুধবার সাতক্ষীরায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিন ধরে দুপুর ১২টার আগ পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে এই জনপদ। সাতক্ষীরার সর্বত্র তিন দিন ধরে বইছে হিমেল বাতাস।
এদিকে হঠাৎ কনকনে শীত অনুভূত হওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে ছিন্নমূল, অসহায় ও খেটে খাওয়া মানুষ। খরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। ঘন কুয়াশার চাদরে আচ্ছাদিত হওয়ায় সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত