
সাতক্ষীরা প্রতিনিধি: অপরিকল্পিত চিংড়ি চাষের ফলে উপকূলীল এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিবছর প্রকৃতিক দুর্যোগের ফলে উপকূলীয় ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে। সে জন্য এলাকাকে ক্ষতিগ্রস্ত ও দুর্যোগ প্রবণ এলাকা হিসেবে ঘোষণা দিতে হবে। বেড়ি বাধের সমস্যা সমাধানে আলাদা উপকূলীয় বোর্ড করে এই অঞ্চলের বেড়িবাধের সমস্যা সমাধান করতে হবে। এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে সাতক্ষীরার উপকূলের নারীরা বিভিন্ন শারিরীক সমস্যার সম্মুখীন হচ্ছে। জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য বিষয়ক বিভাগীয় কর্মশালায় এসব সুপারিশমালা তুলে ধরেন সাতক্ষীরা উপকূলের ক্ষতিগ্রস্তরা।
আজ সকালে সাতক্ষীরা লেকভিউতে বেলার আয়োজনে স্বদেশের পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে ও বেলার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুলের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. আজাদ হোসেন বেলাল, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান, এমএসএফের এড. মনিরউদ্দিন, ক্রিসেন্টের পরিচালক আবু জাফর সাতক্ষীরা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুল, সুন্দরবন ফাউন্ডেশন নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, সাংবাদিক আসাদুজ্জামান সরদার প্রমুখ। কর্মশালার ভিজুয়াল প্রেজেন্টশন করেন অর্জন ফাউন্ডেশনের মহুয়া মঞ্জরী।