
তালা প্রতিনিধি : সাতক্ষীরায় ট্রফিক পুলিশ কর্তৃক মোটরসাইকেল চালককে পিটিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, ১১ এপ্রিল (শুক্রবার) সকালে সাতক্ষীরা পুলিশ লাইনের সামনের সড়কের ১ নং গেটে। এঘটনায় ভুক্তভোগী অসুস্থ অবস্থায় তালা হাসপাতালে ভর্তি রয়েছে। তালা উপজেলার ডাঙ্গানলতা গ্রামের আব্দুল হাকিম হালদারের পুত্র আব্দুল গফ্ফার (৪৩) প্রেসক্লাবে উপস্থিত হয়ে জানান, আমি একজন পুলিশ ও ডিফেন্স পরিবারের সন্তান, আমি পুলিশ বা সেনাবাহিনীকে শ্রদ্ধা করি। কিন্তু আজ পুলিশ অমানবিক ভাবে আমাকে লাঞ্ছিত করেছে। ঘটনার বিবরণে তিনি জানান, আমি আমার ভাইপো ইমনকে সাতক্ষীরা পুুলিশ লাইনে ভর্তি পরীক্ষার জন্য নিয়ে যাই। ভাইপোকে নামিয়ে দিয়ে ৩ নং গেটে যাওয়ার সময় ট্রাফিক পুলিশের টুআইসি টিআই নাজমুল আমার অনটেষ্ট মোটরসাইকেল আটকের অজুহাতে আমাকে ধরে বেধড়ক মারপীট করে, আমার কাছ থেকে ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। আমি পুলিশ ও আর্মি পরিবারের সন্তান পরিচয় দেওয়াতে আরো বেশি ক্ষিপ্ত হয়ে এলোপাথাড়ি চড়, থাপ্পড়সহ অমানবিক ভাবে লাথি দিতে দিতে অজ্ঞান অবস্থায় রাস্তার পাশে ফেলে দেয়। এসময় আমি অজ্ঞান অবস্থায় প্রায় ঘন্টা খানেক রাস্তার পাশে পড়ছিলাম। এসময় আমি প্রায় ঘন্টা খানেক অজ্ঞান অবস্থায় রাস্তার পাশে পড়ছিলাম। এ ঘটনায় অভিযুক্ত টি আই নাজমুল মারধর বা টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, তার অনটেষ্ট মোটরসাইকেল পাকড়াও করা হয়েছে। ভুক্তভোগী গফ্ফার এঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।