সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলায় মাটিবাহী ট্রাকের ধাক্কায় উর্মিলা মন্ডল (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।
রোববার সকাল ৮টায় আশাশুনির গোয়ালডাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উর্মিলা একই এলাকার রঞ্জন মন্ডলের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, উর্মিলা মন্ডল দিনমজুরের কাজ করতেন। আজ সকালে তিনি কাজের জন্য বের হলে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই উর্মিলা মারা যান।
এ বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে এর চালক নাসিরুদ্দিন গাজী পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত