
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই এসএসসি পরিক্ষার্থী নিহত হয়েছে। গত রোরবার রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহসড়কের বিনেরপোতা এলাকায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,জেলার পাটকেলঘাটা এলাকার রফিকুল ইসলামের ছেলে আকাশ হোসেন (১৭) অপারজন হলেন একই এলাকার নিমাই সরকারের ছেলের অংকুশ সরকার (১৭)। নিহত দুই শিক্ষার্থী পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষা দিচ্ছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় রাতে মটরসাইকেল যোগে আকাশ ও অংকুশ সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার দিকে ফিরছিল। পথিমধ্যে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় পৌঁছুলে সাতক্ষীরাগামী একটি ট্রাকের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে মটরসাইকেলে থাকা দুই শিক্ষার্থী নিহত হয়।
নিহত আকাশ হোসেনের পিতা রফিকুল ইসলাম জানান, আকাশ ও অংকুশ তারা বন্ধু ছিলো। দুজনেই এবছর এসএসসি পরীক্ষা দিচ্ছেন। সন্ধ্যায় তারা মোটর সাইকেল চালিয়ে সাতক্ষীরা শহর থেকে পাটকেল ঘাটায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক ট্রাকটিকে রাতে এরির্পোট লেখা পর্যন্ত আটক করা সম্ভব হয়নি।