
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ শহিদুল আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রার্থী নির্বাচনে ভুল হলে বড় ধরণের মাশুল গুনতে হবে। তাই, চিন্তা -ভাবনা করে আপনারা ভোট দিবেন
বুধবার (২২ অক্টোবর) সকালে সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদর ও হাঁড়িভাঙ্গা মৎস্য বাজারে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে গ্রাম সরকারের ন্যায় টিম গঠন করে বিএনপির ৩১ দফা সম্পর্কে সকলকে অবগত করতে হবে।
নাম না করেই একটি দলের উদ্দেশে সাবেক এই ড্যাব নেতা আরো বলেন, দেশের জনগণ পি আর পদ্ধতি বোঝেন না। তাই, কোন দলীয় বিশেষ আকাঙ্ক্ষা জনগণের উপর চাপিয়ে দেওয়া উচিত নয়।
পথসভায় বিএনপির ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন অধ্যাপক ডাঃ শহিদুল আলম।
তিনি বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রার্থী ঘোষণা দিতে পারেন। তিনি এই আসনে ( সাতক্ষীরা ৩ ) যাকেই মনোনয়ন দেবেন তাঁকেই আপনারা ভোট দিয়ে বিজয়ী করবেন।
ডাঃ শহিদুল আলম বলেন, বিএনপি মানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাঁর হাতেই গড়া জাতীয়তাবাদী দল বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে মাঠে ময়দানে সংগ্রাম করে চলেছে। এ সংগ্রামে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
পথসভা ও ৩১ দফার লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন -আশাশুনি উপজেলা বিএনপি নেতা আশাফুর রহমান তুহিন, মশিউল হুদা,খায়রুল আহছান, আব্দুল আলিম, আবু হেনা, গোলাম মোস্তফা, জাকির হোসেন প্রিন্স,খালিদুজ্জামান টিপু,জাকির হোসেন বাবুসহ আশাশুনি উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া,কালিগঞ্জ উপজেলা বিএনপি নেতা শেখ নুরুজ্জামান, আ: আজিজ,আবু ফরহাদ সাদ্দাম প্রমুখ ।

