সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে আরো এক জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তে মৃত্যুর সংখা দাড়োলো ৪ জনে।
মারা যাওয়া ব্যক্তির নাম জাহিদুল ইসলাম (৩৫)। সে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বকচরা গ্রামের মৃত আবুল কাসেমের পুত্র।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে জাহিদুল সোমবার বিকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
এদিকে, গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে আরো ৮ জনের ডেঙ্গু জ্বর সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাড়ালো মোট ২৯২ জন। এর মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জনসহ বিভিন্ন সরকারী-বেরকারী হাসপাতালে মোট ৩৪ জন রোগী ভর্তি রয়েছে। অন্যত্র রেফার্ড করা হয়েছে আরো ২২ জনকে। এছাড়া ডেঙ্গু আক্রান্তদের মধ্যে আজ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন মোট ২৩২ জন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত