সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় দিন দিন ডেঙ্গুর প্রাদুভাব বাড়ছে। সর্দি, জ্বর, শরীর ব্যাথাসহ নানান উপসর্গ নিয়ে প্রতিদিন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে মানুষ। আজ পর্যন্ত সাতক্ষীরার ৭ টি উপজেলায় ৯০ জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল থেকে ৭০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা সেবা নিয়ে বাড়ী ফিরে গেছেন। তবে এখনও মেডিকেল কলেজ হাসপাতালে ১০ ও আশাশুনি উপজেলায় ৭ জন সহ ১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসাধিন রয়েছেন।
সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যলয়ের মুখপাত্র ডা. জয়ন্ত কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিদিন হাসপাতালে সর্দি, জ্বর, শরীর ব্যাথাসহ নানান উপসর্গ নিয়ে মানুষ চিকিৎসা নিতে আসছে। তিনি ডেঙ্গুর প্রাদুভাব মোকাবেলায় এখনই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।
এদিকে ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরা জেলা প্রশাসন ,পৌরসভা এবং স্বাস্থ্য বিভাগ সচেতনামুলক নানান কর্মকান্ড অব্যাহত রেখেছে।