জন্মভূমি ডেস্ক : সাতক্ষীরার শ্যামনগরে নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে শ্যামনগর উপজেলার সীমান্ত নদী কালিন্দিতে মাছ ধরতে গিয়ে এঘটনা ঘটে।
মারা যাওয়া কিশোরের নাম আলি হাসান (১৭)। সে কৈখালী ইউনিয়নের পরানপুর গ্রামের রফিকুল ইসলামের পুত্র।
কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৯টার দিকে আলি হাসান তার চাচাতো ভাই সুজনকে নিয়ে দুই কিশোর কালিন্দি নদীতে ডিঙ্গি নিয়ে মাছ ধরতে যায়। সকাল ১০টার দিকে নদীতে হটাৎ জোয়ার আসলে তাদের নৌকা উল্টে যায় গেলে তারা দুজনই নদীতে পড়ে যায়। এসময় সুজন সাঁতার দিয়ে উপরে উঠতে পারলেও নৌকার দড়ি আলি হাসানের পায়ে জড়িয়ে যাওয়ায় সে আর উঠতে পারেনি। সুজন উপরে উঠে বিষয়টি জানালে অনেক খোঁজাখুজির এক পর্যায়ে আলি হাসানের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। চেয়ারম্যান আব্দুর রহিম আরো জানান, আলি হাসানের মরদেহ তাদের বাড়িতে আনা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত