সাতক্ষীরা প্রতিনিধি: কাজে যাওয়ার সময় পিকআপের নিচে পিষ্ট হয়ে শেফালী খাতুন (২৯) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছে। আজ শনিবার (১৭ আগস্ট) ভোর ৬ টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের লাবসা পলিটেকনিক ইনস্টিটিউটের কাছে দূর্ঘটনাটি ঘটনা ঘটে। শেফালী খাতুন সাতক্ষীরা সদর উপজেলার লাবসার কারিকর পাড়া এলাকার মৃত সোহরাব হোসেনের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মত শেফালী খাতুন সকালে কাজে যাচ্ছিলেন। ওই সময় লাবসা পলিটেকনিক ইনস্টিটিউট রেখে কিছু দুর এগিয়ে গেলে সাতক্ষীরা থেকে যশোরগামী দ্রুত গতির একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়। এতে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় শেফালী খাতুন। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত