
সাতক্ষীরা প্রতিনিধি : সনাতনধর্মের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব আনন্দঘন ও শান্তি পূর্নভাবে পালন উপলক্ষে সাতক্ষীরায় সরকারের বরাদ্দকৃত জিআর চাউল বিক্রির নগদ অর্থ বিতরন করা হয়েছে।
গতকাল সদর উপজেলা অডিটোরিয়ামে সদর উপজেলার পূজামন্ডপ সমূহের দায়িত্ব প্রাপ্তদের মাঝে এ বরাদ্দকৃত জিআর চাউল বিক্রির নগদ অর্থ বিতরন করেন সাতক্ষীরা সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ইয়ারুল হকসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা সদর উপজেলার ১১২ টি পূজা মন্ডপে ৫৬ মেট্রিক টন চাউল বিক্রির নগদ অর্থ বিতরণ করা হয়েছে।