সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের উদ্যোগে শহরে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে বিএনপি জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সোমবার বেলা ১২ টায় শহরের সঙ্গিতা মোড়ে সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
পৌর আওয়ামীলীগ ৮ নং ওয়ার্ডের সভাপতি আনারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জ্যোৎস্না আরা, পৌর আ.লীগের সভাপতি নাসেরুল হক,সাধারন সম্পাদক শাহাদাত হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন প্রমুখ। সমাবেশ শেষে শহরে একটি মিছিল বের হয়। এসময় পৌর আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত