জন্মভূমি রিপোর্ট : সাতক্ষীরা সদর থানাধীন পলাশপোল এলাকা হতে হাবিবুল্লাহ হাবিব (৪৩) নামে প্রতারণা মামলার এক আসামি গ্রেফতার হয়েছে। র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি দল শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আসামি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার পাইকারা গ্রামের জনৈক মোঃ আহম্মদ আলীর ছেলে। গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর সে কয়েকজন বিএনপি নেতার সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার পাশাপাশি ছাত্র সমন্বয়কদের সাথে তাল মিলিয়ে চলছিল। এই দাপটে সে আবার নিজ এলাকায় প্রতারক চক্রটিকে সক্রিয় করে তুলেছিল। র্যাবের কাছে এ ধরণের গোয়েন্দা তথ্য ছিল বলে জানা গেছে। র্যাব জানায়, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার একটি প্রতারক চক্রের হোতা হাবিবুল্লাহ। সে এক যুগেরও বেশি সময় ধরে সাতক্ষীরা ও যশোর জেলাসহ আশ-পাশের এলাকার অনেকের কাছে আতঙ্কের নাম ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় কালোবাজারি, দাঙ্গা সংগঠন, সরকারি কাজে বাধা দেয়া, সরকাডির কর্মচারীদেও ওপনর হামলা, অবৈধ বিস্ফোরক নিজ হেফাজতে রাখা, অস্ত্র কারবার, জমি দখল, সরকারি চাকরি দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়া, ঢাকায় ফ্লাট বাসা ভাড়া নিয়ে নারীদের দিয়ে দেহব্যবসা করানোসহ বিভিন্ন অভিযেগে মোট ৯ টি মামলা রয়েছে।