
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় প্রতিবন্ধী শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সাতক্ষীরা ইটাগাছা ‘প্রদীপ্ত প্রতিবন্ধী স্কুল এন্ড ট্রেনিং সেন্টার’ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ২৫ জন শিক্ষার্থীর হাতে এই কম্বল তুলে দেয়া হয়।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আতিকুজ্জামান সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা আইয়ুব হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্র সমন্বয়ক আরাফাত হোসেন এবং সহকারী পরিচালক মুজাহিদুর রহমান।
বক্তারা বলেন- শারীরিক প্রতিবন্ধকতা আমাদের শরীরকে সীমাবদ্ধ করতে পারে, কিন্তু আমাদের স্বপ্ন ও ইচ্ছাশক্তিকে নয়। সেই জীবনের কোনো সার্থকতা নেই যা কেবল নিজের জন্য; প্রকৃত জীবন তো সেটিই যা নিঃশ্বাসের পরেও মানুষের হৃদয়ে অমর হয়ে থাকে।”
তারা আরো বলেন- আমরা চাই এমন কিছু রেখে যেতে, যেন মৃত্যুর পরও আপনাদের দোয়া এবং ভালোবাসার মাঝে নিজেকে খুঁজে পাই। আজকের এই ২৫টি কম্বল বিতরণ আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। আসুন, আমরা ভিক্ষাবৃত্তিকে ‘না’ বলে আত্মনির্ভরশীল হয়ে সম্মানের সাথে বেঁচে থাকার শপথ গ্রহণ করি।”
২০২৪ সালের ১৫ জানুয়ারি প্রতিষ্ঠিত এই স্কুলটি সাতক্ষীরার প্রতিবন্ধী শিশুদের মূলধারায় ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। কেবল ত্রাণ নয়, বরং বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে এদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। শীতের এই তীব্রতায় নতুন কম্বল পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মুখে হাসির ঝিলিক দেখা যায়।
অনুষ্ঠান শেষে দেশ ও দশের কল্যাণ কামনা করা হয়। আয়োজকরা সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান যেন তারা এই বিশেষ শিশুদের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন।

