সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যমনগরে বজ্রপাতে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে অপর আরেকজন। তাৎক্ষনিকভাবে আহতের নাম পরিচয় মেলেনি। নিহতরা হলেন, খুলনা জেলার কয়রা উপজেলার বেদকাশী এলাকার এনায়েত আলি (৬০) ও একই এলাকার নাজমুল হোসেন (৯)।
আজ বৃহস্পতিবার দুপুরে সুন্দরবন উপকুলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের গাগরামারি এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা আড়াইটার দিকে মাঠের কাজ শেষ করে বৃষ্টির মধ্যে গাগরামারি এলাকায় ওপদার রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন শিশু সহ তিনজন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান এনায়েত আলী ও শিশু নাজমুল। পরে আহত অবস্থায় অপারজনকে নিয়ে শ্যমনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান লাশ দুটি উদ্ধার করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত