
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা বিজিবি পরিত্যক্ত অবস্থায় ৭টি স্বর্ণের বার উদ্ধার করেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইটভাটা সংলগ্ন এলাকা থেকে একটি মোটরসাইকেলে থেকে বারগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় তারা কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি।
বিজিবি সূত্র জানায়, বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একটি চোরাচালানি চক্র বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গাজীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের বাকাল চেকপোষ্টের একটি চৌকষ আভিযানিক দল আলীপুর ইট ভাটা সংলগ্ন এলাকায় গোপনে অবস্থান করে। এ সময় চোরাকারবারীরা মোটর সাইকেলযোগে বর্ণিত এলাকায় পৌঁছানোর পর বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে চোরাকারবারীদের ফেলে যাওয়া মোটর সাইকেল তল্লাশী করে ৭টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৮১৬ গ্রাম ৪২০ মিলিগ্রাম। যার মূল্য ৬৮ লাখ টাকা।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক পিএসসি, জি ৭টি স্বর্ণের বার আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে সদর থানায় মামলা করা হবে। স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।