
সিরাজুল ইসলাম, শ্যামনগর: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে সাড়ে ১৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২ জুলাই) দিনব্যাপী জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা, মাদরা, ঘোনা, কালিয়ানী, হিজলদী, ভোমরা, কুশখালি ও তলুইগাছা সীমান্তে একযোগে অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের ওষুধসহ প্রায় ১৬ লাখ ৩৫ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
বিস্তারিত জব্দকৃত মালামাল: কাকডাঙ্গা: ভারতীয় শাড়ি ও ওষুধ – ৪ লাখ ৮০ হাজার টাকা, মাদরা: ওষুধ – ২ লাখ ১০ হাজার টাকা, ঘোনা, কালিয়ানী, হিজলদী, কুশখালি: প্রতিটি স্থান থেকে ওষুধ – ৭০ হাজার টাকা করে, ভোমরা: ওষুধ – ২ লাখ ১০ হাজার টাকা, তলুইগাছা: ওষুধ – ১ লাখ ৪০ হাজার টাকা বিজিবি জানায়, জব্দ করা মালামালগুলোর আনুমানিক মূল্য ১৬ লাখ ৩৫ হাজার টাকা এবং সেগুলো সাতক্ষীরা কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি আরও জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে তাদের সাঁড়াশি অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এ প্রসঙ্গে সীমান্তবাসীরা বিজিবির এমন অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযানের ফলে সীমান্তে চোরাচালান অনেকটাই কমেছে এবং এতে সাধারণ মানুষের নিরাপত্তা বাড়ছে।