
সাতক্ষীরা প্রতিনিধি : বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণই আমাদের আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষক মহতী ভূমিকা পালন করেন।
বিশ্ব শিক্ষক দিবসে উদযাপনে সব প্রস্তুতি নেয়া হয়েছে সাতক্ষীরায়। দিবসটি উপলক্ষে আগামী রোববার (৫ অক্টোবর) জেলা প্রশাসন হাতে নিয়েছে একগুচ্ছ কর্মসূচি। এর মধ্যে রয়েছে, র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষকদের সম্মাননা।
সম্প্রতি জেলা প্রশাসক কার্যালয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে উপলক্ষে জেলা পর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলা শিক্ষা অফিসার মুফতি আবুল খায়ের বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৫ পাঠ করে উপস্থিত সকলকে শোনান। নীতিমালা পর্যালচনা শেষে সকলের সম্মতিক্রমে দিবসটি পালন উপলক্ষে সিদ্ধান্ত নেয়া হয়।[inide-ad-2]
বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করবেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণই আমাদের আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষক মহতী ভূমিকা পালন করেন। শিক্ষকতা এক মহান পেশা, তারা শুধু শিক্ষার্থীদের জ্ঞানই দেন না, তারা সমাজের সঠিক পথ ও জীবনের সাথে মোকাবিলা করার কৌশল শেখান। শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকশিত করার ক্ষেত্রে শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষক দিবসের মূল তাৎপর্য হলো সমাজের উন্নয়নে শিক্ষকদের অমূল্য অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাঁদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানো।
এই দিবসটি শিক্ষকতা পেশার গুরুত্ব তুলে ধরে, যা জাতির ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষার্থীদের জ্ঞান ও নৈতিকতার ভিত্তি তৈরি করে। এছাড়া, এটি শিক্ষকদের ত্যাগ ও নিষ্ঠাকে স্মরণ করিয়ে দেয় এবং তাঁদেরকে সমাজে আরও ভালোভাবে প্রতিষ্ঠিত করার জন্য একটি বিশেষ সুযোগ করে দেয়। শিক্ষকদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে তাদের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার একটি উপলক্ষ। এই দিনে, আমরা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা জ্ঞান ও সঠিক পথের দিশা দেখিয়ে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন।
সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন জানান, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জেলা পর্যায়ে প্রাথমিকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শিক্ষক নির্বাচিত হয়েছেন কলারোয়া উপজেলার রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনজুরুল ইসলাম এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন শ্যামনগর উপজেলার হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমিনুর রহমান।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুফতি আবুল খায়ের জানান, জেলা পর্যায়ে মাধ্যমিক ও মাদরাসা স্তরে কোনো গুণী শিক্ষক পাওয়া যায়নি। তবে কলেজ ও টেকনিক্যাল স্কুল থেকে একজন করে মোট দুইজন নির্বাচিত হয়েছেন। নির্বাচিত গুণী শিক্ষকদের নামের তালিকা বিভাগীয় পর্যায়ে পাঠানো হয়েছে
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।