
সিরাজুল ইসলাম, শ্যামনগর : সাতক্ষীরার তালা উপজেলায় গরুতে ধান খাওয়াকে কেন্দ্র করে মোকসেদ আলী শেখ (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (২৮ মে) বিকেলে উপজেলার মুড়াগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোকসেদ ওই এলাকার মৃত ওমর আলী শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে মোকসেদ আলী তার জমির ধান ঝাড়ার সময় তারই চাচাতো বোন রুপবানের গরু এসে ধান খাচ্ছিল। রুপবানকে গরু আটকাতে বলায় উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এসময় মুড়াগাছা গ্রামের আনিস শেখের স্ত্রী রুপবান (৫৫), ছেলে আক্তারুল শেখ (৩৫), তার স্ত্রী সুমি বেগমসহ (২৮) কয়েকজন মিলে মোকসেদ আলীকে বেধড়ক মারপিট করে এবং পাশে থাকা ইট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কীভাবে মারা গেছেন তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।