সাতক্ষীরা প্রতিনিধি: “নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” এই স্লোগানে আন্তজাতিক নারী নির্যাতন পক্ষ ও ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস ২০২৩ উপলক্ষে সাতক্ষীরায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শহরে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় মিলিত হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক মো: সরোয়ার জাহান, সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো: শফিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা।
অনুষ্ঠানে নারীদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১০ জন নারীর হাতে জোয়িতা পুরুষ্কার তুলে দেয়া হয়।
সাতক্ষীরায় বেগম রোকেয়া দিবস পালিত
Leave a comment