জন্মভূমি রিপোর্ট : বিএনপির ডাকা চলমান হরতাল ও অবরোধে নাশকতা এড়াতে সাতক্ষীরায় জেলা প্রশাসন, বিজিবি ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীরের নেতৃত্বে এই টহল দলটি জেলা প্রশাসনের কার্যালয় থেকে বের হরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর এ সময় জানান, সাতক্ষীরার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। চলমান অবরোধে জনজীবন স্বাভাবিক রাখতে ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাতক্ষীরা জেলায় সকল ধরনের নাশকতা প্রতিরোধে জেলা প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করেছেন।
তিনি আরো বলেন, বর্তমানে জেলার সার্বিক পরিস্থিতি আইন শৃংখলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা বাহিনী সক্রিয়ভাবে এবং দক্ষতার সাথে জেলার বিভিন্ন এলাকায় টহলে রয়েছে। এছাড়া জেলার প্রধান প্রধান সড়ক গুলোতে কোনো বাধা বা প্রতিবন্ধকতা ছাড়াই যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সাতক্ষীরায় যৌথ বাহিনীর টহল জোরদার
Leave a comment