
সাতক্ষীরা প্রতিনিধি : বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেন্স কাউন্সিলের আর্থিক সহযোগিতায় জেলা মৎস্য দপ্তর সাতক্ষীরার ব্যবস্থাপনায় ল্যাবরেটরী এবং ইন্ডরে গুরুত্বপূর্ণ প্রজাতির ফাইটোপ্লাকটনের সফল চিংড়ি চাষ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের লেকভিউ রির্সোটে হ্যাচারী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে চিংড়ি চাষ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় জেলা মৎস্য অফিসার মো. আনিসুর রহমান, শ্রিম্প হ্যাচারী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র নির্বাহী সদস্য মো. শহিদ ফারুক, বিভাগীয় হ্যাচারী মালিক সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলাসহ হ্যাচারী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।