
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ঝুকি হ্রাস ও পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধকরণের জন্য শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার বৈশ্বিক জলবায়ু কর্ম সপ্তাহ উপলক্ষে বেসরকারি সংস্থা বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র রক্ষা টিমের আয়োজনে সাতক্ষীরা শহরের পিএন বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে আম ও পেয়ারা গাছের চারা বিতরণ এবং স্কুল ক্যাম্পাসে গাছের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা।
এসময় বিশেষ অতিথি ছিলেন এসিল্যান্ড সুমনা আইরিন, পিএন বিয়াম স্কুলের ভাইস প্রিন্সিপাল মো: মামুন বিল্লাহ ও বিশিষ্ট কণ্ঠ শিল্পী মঞ্জুরুল হক, বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান, জাহাঙ্গীর আলম, শিক্ষা, পরশ মনি, তামিম হোসেন, সাহেদ, শাহিনুর প্রমুখ।