সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে আজ সোমবার শুভজন্মাষ্টমী উৎসব উদযাপন করেছেন। এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এক আলোচনা সভা সকালে শহরের মায়েরবাড়ী মন্দিরে অনুষ্ঠিত হয়।
জেলা পূজা উৎযাপন পরিষদের সহ-সভাপতি এ্যাড. সোমনাথ ব্যানার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মো: সজিব খান, সাতক্ষীরা জেলা হিন্দু বৈদ্য খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ^জিৎ সাধু, পূজা উৎযাপন পরিষদর সহ-সভাপতি গৌর চন্দ্র দত্ত, শ্রী বিশ^নাথ ঘোষ।
সভায় দেশের সার্বিক কল্যান কামনা করা হয় এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক কার্যক্রমের জন্য সন্তোষ প্রকাশ করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত