
সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা জেলা ছাত্রলীগের পক্ষে শহরে অসহায় শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। চলমান কারফিউতে অসহায় দুস্থ মানুষ যারা কর্মহীন হয়ে অনাহারে আছে তাদের মাঝে খাদ্য বিতরণের নির্দেশ দেয় কেন্দ্রীয় নেতারা। সেই নির্দেশনায় গতকাল শহরের আমতলামোড়, জেলা পরিষদ মোড়, নিউ মার্কেট মোড়সহ বিভিন্ন স্থানে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলামের নেতৃত্বে খাদ্য বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুল হাসান সৌহার্দ, আঁগরদাড়ি ইউনিয়ন ছাত্রলীগ নেতা আলামিন রাজা প্রমুখ।
জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম বলেন, চলমান দেশে কারফিউ জারিতে শ্রমজীবী মানুষ কষ্ট পাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরায় শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য বিতরণ কার্যক্রম শুরু করেছি। আগামীতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মাঠে থেকে কাজ করে যাব।