সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধণা প্রদান এবং ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি স্বাভাবিক রাখা, স্থলবন্দরের আবকাঠামো উন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ভোমরা কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের আয়োজনে নবনির্বাচিত সংসদ সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম,ভোমরা সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু সহ জেলা আওয়ামী লীগ ও ভোমরা কাস্টমস সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।