
তালা প্রতিনিধি : সাতক্ষীরা সড়কের ধারে থাকা পিলারের সাথে ধাক্কা লেগে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা দশটার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কে এই ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক রাজমোহন দাশ (২৫) সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার রাজেন্দ্রপুর গ্রামের শিক্ষক প্রভাষ কুমার দাশের ছেলে। তার বাবা তালার কুমিরা বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মা রিনা রানী ঘোষ সুভাষিনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজমোহন দাস মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেলা দশটার দিকে মোটরসাইকেলটি রাস্তার বিটে বেধে নিয়ন্ত্রণ হারিয়ে সাতক্ষীরা বাইপাস সড়কের ধারে থাকা একটি পিলারের সাথে সজোরে ধাক্কা খায়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে রাজমোহন দাস ঘটনাস্থলে নিহত হয়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেন।