
সাতক্ষীরা প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্ক্ষীদের মধ্যে ঢুকে পড়ে দূর্বৃত্তরা রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন ভবনে হামলা ভাংচুর অগ্নিসংযোগ লুটপাটসহ দুই সাংবাদিক মেহেদী ও তোরাব হত্যা ও নারানগঞ্জে নারী সাংবাদিকের উপর পাশবিক নির্যতনের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রবীন সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাঊেশ সভাপতি সাংবাদিক নেতা আবুল কালাম, সাবেক সাধারন সম্পাদক মো:মোজাফ্ফর রহমান, আবুল কাশেম,বীর মুক্তিযোদ্ধা কালিদাশ রায়, ইয়ারব হোসেন,মানবাধিকার কর্মী মধাব দত্ত,গোলাম সরোয়ার,অসীম বরন চক্রবর্তী, শহিদুল ইসলঅম, রবিউল ইসলাম, আব্দুস সামাদ,আহসান রাজিব,শরিফুল্লাহ কায়সার সুমন, বিপ্লব হোসেন, হোসেন আলী॥
সমাবেশে সাংবাদিক নেতারা রাষ্ট্রীয় গনমাধ্য বাংলাদেশ টেলিভিশনে হামলা অগ্নিসংযোগ ও নারী সাংাদিকের উপর হামলা নির্যাতন এবং পেশাগত দায়িত্বপালনের সময় দুই সাংবাদিক নিহতের ঘটনায় স্বাধীনতা বিরোধীশক্তি জামায়াত শিবিরের দায়ী করে তাদের দৃষ্ট্রান্তমূলক শাস্তির দাবী জানান।