সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা প্রেসক্লাবে সদস্যদের ছেলে-মেয়ে এস এস সি ২০২২ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ অবদান রাখায় তাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় এ উপলক্ষে সাতক্ষীরা প্রেস ক্লাবের আয়োজনে প্রেসক্লাবের বঙ্গবন্ধু কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোজাফ্ফর রহমানের পরিচালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন দৈনিক সাতনদি পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সহ- সভাপতি হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল জলিল, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মোকছুমুল হাকিম, সাংবাদিক মনিরল ইসলাম মনি, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: ইদুজ্জামান ইদ্রিস, দপ্তর সম্পাদক ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, অসীম বরণ চক্রবর্তী, রেজাউল ইসলাম প্রমুখ। এসময সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।
প্রসঙ্গত:২০২২ সালে এসএসসি পরীক্ষায় সাতক্ষীরা প্রেসক্লাবের ৮ জন সদস্য সাংবাদিকের ছেলে ও মেয়ে গোল্ডেন এপ্লাস পেয়ে সফলতার স্বাক্ষর রাখে। এসব সাংবাদিক সন্তানদেও নিয়ে সাতক্ষীরা প্রেসব্লাব এ সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠান শেষে দেড় শতাধিক শিতার্ত অসহায় মানুষের মাঝে সংসদ সদস্য বীম মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রেসক্লাবের আয়োজনে কম্বল বিতরণ করেন।