জন্মভূমি ডেস্ক : সাতক্ষীরা হতে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব—৬। শনিবার সাতক্ষীরা সদর থানাধীন বিনের পোতা বাইপাস সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে এ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১২ আগষ্ট) র্যাব—৬ (সাতক্ষীরা কোম্পানী) এর একটি দল গোপন সংবাদরে ভিত্তিত সাতক্ষীরা সদর থানাধীন বিনের পোতা বাইপাস সড়ক এলাকায় অভিযান পরচিালনা করে যাবজ্জীবন সাজা প্রাপ্ত কুখ্যাত মাদক কারবারি মোঃ রাসেল (৩৩),থানা— সাতক্ষীরা সদর, জেলা — সাতক্ষীরাকে গ্রেফতার করে।
আসামী মোঃ রাসেল সাতক্ষীরা জেলার কুখ্যাত মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবত সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। ২০১৩ সালে তাকে ডুমুরিয়া থানা পুলিশ বিপুল পরিমান মাদকসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী রাসেল (৩৩) কে যাবজ্জীবন সাজা প্রদান করেন। মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে আসামী রাসেল আইন—শৃখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলো। পরবর্তীতে র্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
Leave a comment