সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় নবম শ্রেণির এক স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর বিকালে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সে। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) নিখোঁজ মেয়ের বাবা সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা পৌরসভার ০১নং ওয়ার্ডের উত্তর কাটিয়া এলাকার মজিজুল ইসলামের মেয়ে মোছা: সাদিয়া আফরিন মুন্নি শহরের টাউন গার্লস হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। বিগত ২৫ সেপ্টেম্বর বিকাল পাঁচটার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পরে আর ফিরে আসেনি সে। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করা হলেও এখন পর্যন্ত কোথাও তার কোন সন্ধান মেলেনি। সাদিয়া আফরিন মুন্নির সন্ধান পেতে দ্রুত পুলিশের হস্তক্ষেপ কামনা করেছে তার পরিবার।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত