সাতক্ষীরা প্রতিনিধি: ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে ২৪২ গ্রাম ৩০০ মিলিগ্রাম ওজনের তিন টুকরো সোনাসহ এক নারী পাচারকারীকে আটক করেছে বিজিবি। আজ রোববার (১৯ মে) সকাল সাড়ে নয়টার দিকে সাতক্ষীরার ভোমরার লক্ষ্মীদাড়ি সীমান্ত এলাকা এই স্বর্ণসহ তাকে আটক করা হয় থেকে। আটক নারী স্বর্ণ চোরাচালানির নাম মোসাম্মৎ হাসিনা খাতুন (৪৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তর্তী লক্ষীদাড়ি গ্রামের আইয়ূব আলির স্ত্রী।
ভোমরা বিওপির নায়েক সুবিদার জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পার্শ্ববর্তী দেশ ভারতে স্বর্ণের একটি চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরারস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের আওতাধীন ভোমরা বিওপির একটি দহন দলের সদস্যরা লক্ষ্মীদাড়ি সীমান্তে অবস্থান নেয়। রোববার সকাল সাড়ে ৯ টার দিকে লক্ষ্মীদাড়ি সীমান্তের ভেড়িবাঁধের দিকে যাওয়ার সময় বিজিবি হাসিনা খাতুনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ২৪২ গ্রাম ৩০০ গ্রাম ওজনের তিন টুকরো স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত স্বর্নের আনুমানিক মূল্য ২৪ লাখ ৩৬ হাজার টাকা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত