জন্মভূমি ডেস্ক : ভারতে পাচারের সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে ১ কোটি ২৪ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ১০ পিস স্বর্ণের বারসহ আশরাফুল ইসলাম (২৪) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এতথ্য জানানো হয়। এর আগে সকালে ভোমরা স্থলবন্দর সীমান্তের বাঁশকল এলাকা থেকে ওই চোরাকারবারিকে আটক করা হয়।
আটক চোরাকারবারি আশরাফুল ইসলাম সাতক্ষীরার সদর উপজেলার চৌবাড়িয় গ্রামের নুর হামজার ছেলে।
বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনার একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে ভোমরা বিওপির নায়েক মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে স্থলবন্দর সীমান্তের বাঁশকল এলাকা থেকে উক্ত চোরাকাবাররিকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশী চালিয়ে ১০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ১ কেজি ৪১০ গ্রাম। যার বাজার মূল্য মূল্য প্রায় ১ কোটি ২৪ লাখ ৩৬ হাজার ২০০ টাকা।
বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে ও আটক চোরাকারবারিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত