জন্মভূমি রিপোর্ট : সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ডাকা হরতাল বিরোধী মিছিল সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আ.লীগ। রোববার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের পাওয়ার হাউজ মোড়ে উকত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা আ.লীগের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, আ.লীগ নেতা আশরাফুল কবির খোকন, শামসুজ্জামান জুয়েল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, হরতাল ও অবরোধের নামে বিএনপি-জামায়াতের দেশ বিরোধী সন্ত্রাস ও সহিংসতা কর্মকান্ড মেনে নেয়া যায়না। তাদের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বক্তারা আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। একমাত্র শেখ হাসিনাই দেশের মানুষকে শান্তিতে ও নিরাপদে রাখতে পারবে বলে নেতারা মন্তব্য করেন।
সমাবেশ শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সাতক্ষীরায় হরতাল বিরোধী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত
Leave a comment