সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কোটাআন্দোলনের নামে দূর্বৃত্তদের হামলায় আহত পুলিশ কনস্টেবল মো:নাদিম ফকিরকে দেখতে ও চিকিৎসার সার্বিক খোঁজ নিয়েছেন সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন।
বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা শহরের ভাড়া বাসায় চিকিৎসাধিন আহত পুলিশ সদস্যকে দেখতে যান সাতক্ষীরা (তালা-কলারোয়া)-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন।
এসময় সংসদ সদস্য তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং নগত আর্থিক সহায়তা প্রদান করেন। কনস্টেবল নাদিম ফকির সেদিনের দূর্বৃত্তদের হামলার বিষয়ে সংসদ সদস্যের সাথে বর্ননা দিয়ে কেঁদে ফেলেন। সংসদ সদস্য তার উন্নত চিকিৎসার বিষয়ে আরও সহায়তা দেয়ার আশ^াস দেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো; মহিদুল ইসলাম ইসলাম, ওসি অপারেশন মো: জাহাঙ্গীর হোসেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের নেতা আলতাফ হোসেন লাল্টু, সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্রলীগ নেতা বেনজির হোসেন হেলাল, সাবেক ছাত্র নেতা আসাদুজ্জামান।
প্রসঙ্গত: গত ১৮ জুলাই কোটা আন্দোলনের নামে শিবির ও ছাত্রদলের চিহিৃত ক্যাডারসহ একদল দূর্বৃতারা সাতক্ষীরা সদর থানায় আক্রমন করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় থানায় কর্মরত থাকা অবস্থায় পুলিশ কনস্টেবল মো: নাদিমসহ ৩ পুলিশ সদস্য মারাত্বক আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।