সাতক্ষীরা প্রতিনিধি: ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কাহিল হয়ে পড়েছে সাতক্ষীরার জনজীবন। বেলা বাড়লেও সৃর্যের দেখা মিলছে না। গত দু‘দিনে সাতক্ষীরায় সৃর্যের দেখা মেলেনি। শীতের দাপটে শহরের মানুষের চলাচল কমে গেছে। ছিন্নমূল মানুষ ও নিন্ম আয়ের খেটে খাওয়া সাধারন মানুষ পড়েছে সবচেয়ে বিপদে। শীতে একদম জবুথবু অবস্থা। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। এদিকে, শীতের প্রকোপ সাতক্ষীরায় ঠান্ডাজনিত রোগ শুরু হয়েছে। সাতক্ষীরা শিশু হাসপাতালসহ রোগীর চাপ বেড়েছে মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও শহরের প্রাইভেট ক্লিনিক গুলোতে। সাথে যুক্ত হয়েছে শিশু বিশেষজ্ঞ ডাক্তারদের ব্যক্তিগত চেম্বারে রোগীদের ভীড়। সবেচেয়ে বেশি অসুস্থ হয়ে ভর্তি হচ্ছে শিশু ও বয়স্ক মানুষ। সাতক্ষীরা শিশু হাসপাতালের বহির্বিভাগ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ জনের বেশি চিকিৎসা দেওয়া হচ্ছে।