
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় হঠাৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ। এ পর্যন্ত জেলায় মোট ১৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন ও কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক জন ভর্তি রয়েছে। বাকীরা নিজ নিজ বাড়ীতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।
তবে এখনো পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেলায় কেউ মারা যায়নি। আক্রান্তদের সকলেই ঢাকা থেকে এসেছেন বলে জানা গেছে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও তথ্য কর্মকর্তা ডা: জয়ন্ত কুমার সরকার জানান, সাতক্ষীরা জেলায় আজ সোমবার পর্যন্ত মোট ১৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তবে, জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত কেউ মারা যাননি। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছেন।