সাতক্ষীরা প্রতিনিধি : ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাড়ি সীমান্ত থেকে ১ কেজি ৬৭ গ্রাম ওজনের বড় ১ পিস স্বর্ণের বারসহ এক চোরাকাবারীকে আটক করেছে বিজিবি। রবিবার সকালে সদর উপজেলার লক্ষীদাড়ি সীমান্ত থেকে উক্ত চোরাকারবারীকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের বাজার মূল্য ১ কোটি ৭ লাখ ৩৩ হাজার ৭০০ টাকা।
আটক স্বর্ণ চোরাকারবারীর নাম মোঃ মাসুদ রানা (২৬)। সে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ি গ্রামের মোঃ শহিদুল ইসলামের পুত্র।
বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের হাবিলদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিরি একটি চৌকসদল সকালে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাড়ি সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা সেখান থেকে উক্ত স্বর্ণ চোরাকারবারীকে আটক করেন। এরপর তার দেহ তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বড় ১ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ১ কেজি ৬৭.৫ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বারের বাজার মূল্য ১ কোটি ৭ লাখ ৩৩ হাজার ৭০০ টাকা। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, আটককৃত স্বর্ণ চোরাকারবারীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ এবং স্বর্ণেরবারগুলো ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত