
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের বৈকারী সরদার পাড়া এলাকা থেকে ৩১টি স্বর্ণেরবার উদ্ধার করেছে বিজিবি। আজ বুধবার সকাল ৭ টার দিকে সাতক্ষীরা ৩৩ বর্ডার গার্ড সদস্যরা ভারতে পাচারের মূহুর্তে স্বর্ণেরবার গুলি উদ্ধার করে। এসময় দ্ইু পাচার কারীকে গ্রেপ্তার করেছে বিজিবি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, লে: কর্ণেল মো: আশরাফুল হক, জানান, সীমান্তের বিজিবি বৈকারী বিওপি‘র নায়েক মো: শহিদুল ইসলাম এর নেতৃত্বে বিজিবি‘র সদস্যরা সদর উপজেলার বৈকারী সীমান্তের ৭/৪৮ নং মেইন পিলারের নিকটবর্তী সরদারপাড়া নামকস্থানে অবস্থান নেয়। এসময় ওই এলাকা দিয়ে মোটর সাইকেল যোগে দুই পাচারকারী যাওয়ার সময় তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করা হয়। আটককৃতরা হলো বৈকারী গ্রামের বাবর আলীর ছেলে তুহিন( ২০) ও জাহাঙ্গীর হোসেনের ছেলে সজিব হোসেন(২২)। জিজ্ঞাসাবাদের এক পর্যায় এসময় মটরসাইকেল তল্লাশী করে বিশেষভাবে চেচিস পাইপের এর ভিতরে লুকানো ৩১ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭ কেজি ৩৫৮ গ্রাম ৭০০ মিলি গ্রাম। যার মূল্য ৬,৩০,৮৬,৪৭৮/- (ছয় কোটি ত্রিশ লক্ষ ছিয়াশি হাজার চারশত আটাত্তর) টাকা।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের সাতক্ষীরা থানায় সোপর্দ সোর্পদ করে বিজিবি মামলা দায়ের করেছে। উদ্ধারকৃত স্বর্ণেরবার গুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি।