সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ৪ টি সংসদীয় আসনে মনোনয় যাচাই বাচাই শেষ হয়েছে। আজ সোমবার সকাল থেকে সাতক্ষীরা জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়ন পত্র যাচাই বাচাই করেন।
জেলার চারটি সংসদীয় আসনে ৩৭ জন প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কাস পর্টি, জাসদ, বিএনএফ, তৃনমূল বিএনপি, জাকের পার্টি,স্বতন্ত্র প্রার্থীরা সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকতার কার্যালয়ে যাচাই বাচাই কার্যক্রমে উস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার মোহাম্মদ হুমায়ূন কবির জানান, যাচাই বাচাই শেষে মনোনয়ন পত্রে ত্রুটি থাকায় সাতক্ষীরা-২(সদর) আসনে সাংস্কৃতি মুক্তিজোট প্রার্থী আব্দুল আজিজ এর মনোননয়ন পত্র বাতিল করা হয়েছে।
অপারদিকে সাতক্ষীরা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী তন্ত্র প্রার্থী ছাত্রলীগের সাবেক ক্রেন্দ্রিয় নেত্রী মাসুদা খানম মেধার মনোনয়ন পত্র স্থগিত করা হয়েছে।