সিরাজুল ইসলাম, শ্যামনগর : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলের যুব সমাজ জলবায়ু ন্যায্যতা এবং আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে বাংলাদেশের জন্য আর্থিক সহায়তার দাবিতে জলবায়ু ধর্মঘট ও সমাবেশ করেছেন। গতকাল সকাল ৯টায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে এ ধর্মঘট অনুষ্ঠিত হয়। বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্থানীয় যুব সংগঠন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম (এসএসএসটি)- এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেয়- শ্যামনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটি, সবুজ সংহতি, স্থানীয় বাসিন্দা এবং বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক। সমাবেশে যুবক-যুবতীরা হাতে নেন নানা প্রতিবাদী প্ল্যাকার্ড ও ফেস্টুন। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘উপকূলের জীবন, প্রকৃতির দান; জলবায়ু ন্যায্যতা, আমাদের অধিকার’, ‘কার্বন নিঃসরণ কমাও, আমাদের ভবিষ্যৎ বাঁচাও’, ‘জলবায়ু তহবিলের সঠিক ব্যবহার চাই’, ‘উই ওয়ান্ট ক্লাইমেট জাস্টিস’, এসএসএসটি’র পদ্মপুকুর ইউনিটের সভাপতি ধীরাজ কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, উপকূলীয় সাতক্ষীরা ইতিমধ্যেই ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও নদী ভাঙনের মতো দুর্যোগে বিপর্যস্ত। তারা দাবি জানান, উন্নত বিশ্বের কারণে সৃষ্ট জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়াতে হবে সেই দেশগুলোকেই। জলবায়ু তহবিলের স্বচ্ছ ও দায়বদ্ধ ব্যবহার নিশ্চিত করার দাবিও তোলেন তারা। পরিবেশকর্মী ও যুব জলবায়ু যোদ্ধা স ম ওসমান গনী সোহাগ বলেন, তথাকথিত উন্নত দেশগুলোর বিলাসী জীবনধারা জলবায়ু সংকট সৃষ্টি করেছে। এখন সময় এসেছে, তারা যেন আর কোনো শর্ত ছাড়াই জলবায়ু তহবিল থেকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়ায়। কোনো ধরনের জলবায়ু ঋণ গ্রহণযোগ্য নয়। আমরা আমাদের অধিকার চাই, জলবায়ু ন্যায্যতা চাই। স্থানীয় জনগণের ব্যাপক সাড়া পাওয়া এই ধর্মঘট উপকূলীয় যুবকদের পরিবেশ ও ভবিষ্যৎ রক্ষায় দায়বদ্ধতা ও সচেতনতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। অনেকেই তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন এবং সরকারের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।