
জন্মভূমি রিপোর্ট : সাতক্ষীরার কলারোয়া থানা এলাকায় চাঞ্চল্যকর পেট্রোল ঢেলে আগুন দিয়ে “শ্যালক আব্দুল কাদের ও তার স্ত্রী শারমিন” হত্যা মামলার প্রধান আসামি মোঃ সবুজ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-৬। সোমবার দুপুরে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানায় র্যাব-৬।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৮ মে সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন চন্দনপুর গ্রামে টিনের ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে স্বামী-স্ত্রী কে পুড়িয়ে মারার একটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং মর্মান্তিক ঘটনা ঘটে। গত রোববার বিকালে র্যাব-৬ (সিপিসি-১ কোম্পানি) সাতক্ষীরার একটি আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার ১নং প্রধান আসামি মোঃ সবুজ হোসেন ঝিনাইদাহ জেলার মহেশপুর থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে মাটিলা এলাকা হতে যশোরের শার্শা থানার পোড়াবাড়ি এলাকার আব্দুল বারিক মন্ডলের ছেলে ১নং আসামি মোঃ সবুজ হোসেন (২৫)’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার দোষ স্বীকার করে এবং শাস্তির ভয়ে ভারতে পালিয়ে ছিল বলে জানায়।
আসামি সবুজ এলাকার কুখ্যাত চোরাকারবারী সে ভারত সিমান্ত হতে মাদক, গরু এবং অন্যান্য পাচারের সাথে সরাসরি জড়িত। এই পেশায় নিয়োজিত হয়ে সে ইতোপূর্বে ৪টি বিবাহ করে এবং সকল ধরনের অপকর্মে জড়িত। তাহার বিরুদ্ধে বেনাপোল পোট থানায় হিরোইন পাচারের মামলা চলমান রয়েছে, যে মামলায় সে ১৭ মাস জেল হাজতে থাকার পর মুক্ত হয়ে পরবর্তীতে পলাতক রয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হয়েছে বলে জানা যায়।