যশোর অফিস
ধর্ষণের অভিযোগে যশোর র্যাব ৬ ক্যাম্পের সদস্যরা শুক্রবার গভীর রাতে এক ধর্ষককে আটক করেছে। যশোর র্যাব ৬ এর অধিনায়ক এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সাতক্ষীরা জেলার কলারোয়া থানার একটি গ্রামে এক নারীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আফজাল হোসেন নামে এক যুবককে মনিরামপুর এলাকা থেকে আটক করা হয়।
র্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা জানতে পারেন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার একটি নারী ও শিশু নির্যাতন দমন মামলার আসামি যশোরের মণিরামপুর উপজেলার খানপুর গ্রামের আহাদ আলীর ছেলে আফজাল হোসেন (২৫) মকমতলা এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালায় ধর্ষক আফজালকে আটক করেন। আফজাল হোসেনকে সংশ্লিষ্ট থানায় সোর্পদ করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত