By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
Reading: সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত, তলিয়ে গেছে মাছের ঘের-সবজি ক্ষেত আমনের বীজতলা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত, তলিয়ে গেছে মাছের ঘের-সবজি ক্ষেত আমনের বীজতলা
সাতক্ষীরা

সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত, তলিয়ে গেছে মাছের ঘের-সবজি ক্ষেত আমনের বীজতলা

Last updated: 2025/07/10 at 3:53 PM
করেস্পন্ডেন্ট 3 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর: টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে মাছের ঘের, শত শত একর ‌সবজি ক্ষেত, সাত উপজেলা কয়েক হাজার বিঘার আমন ধানের বীজ তলা পানির নিচে তলিয়ে গেছে‌। এই তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরার সাত উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কৃষি কর্মকর্তার কার্যালয়ে থেকে। অতি দ্রুতই পানি নিষ্কাশন না হলে ব্যাপক ব্যাহত হতে পারে আমন ধানের বীজতলা ও সবজি ক্ষেত এবং চিংড়ি ও সাদা মাছের ঘের। ইতিমধ্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পানি সরবরাহের সকল খাল নদী সুইচগেট ‌‌গেট খুলে দিয়ে পানি দ্রুত নিষ্কাশন এর নির্দেশ দেওয়া হয়েছে। যারা নেট পাঠা দিয়ে পানি সরবরাহের খাল আটকে রেখেছে তারা দুই ঘণ্টার ভিতর নেট পাঠা উত্তোলন করে না নিলে তাদের বিরুদ্ধে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয় গুটিকয়েক মানুষের জন্য লক্ষ লক্ষ মানুষের নানাবিধ ‌ক্ষতিসাধন হয় এমন কিছু বরদাস্ত ‌করা হবে না।
গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডসহ সাতক্ষীরা সদর, তালা, কলারোয়া, দেবহাটা ও আশাশুনি উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে করে আমন বীজতলা, আউশ ধান, সবজি ক্ষেত তলিয়ে গেছে। ভেসে গেছে মৎস্য ঘের। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি মৎস্য ও কৃষি বিভাগ।
এদিকে, সুষ্ঠু ড্রেনের ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাশন হতে না পেরে সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডের অধিকাংশ নিম্ন এলাকার দোকানপাট, বসতবাড়ি, রান্নাঘর ও বাড়ির আঙ্গিনা ও রাস্তাঘাটে পানি জমে আছে। ডুবে গেছে টিউবওয়েল। সুপেয় পানি সংকটের পাশাপাশি ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। চরম দুর্ভোগে রয়েছে এলাকাবাসী।
সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, গত এক সপ্তাহে সাতক্ষীরায় ২৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যার মধ্যে গত মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০২ মিলিমিটার।
অতিবৃষ্টির কারণে সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডের অন্তত ১৫টি এলাকা প্লাবিত হয়ে জলমগ্ন হয়ে আছে। পানি নিষ্কাশন না হওয়ায় কোন কোন এলাকায় জলবদ্ধতা দেখা দিয়েছে।
বিশেষ করে পৌরসভার মধুমল্লারডাংগি, কামাননগর, পুলিশ লাইন, সবুজবাগ, সার্কিট হাউজ এলাকা,রসুলপুর, রথখোলা, রাজার বাগান, বদ্দিপুর কলোনি ও পার মাসখোলা। সবচেয়ে ভয়াবহ অবস্থা ৭ ও ৯ নম্বর ওয়ার্ডে। এসব এলাকার বসতবাড়িতে কোথাও কোমর পানি আবার কোথাও হাঁটু পানি জমে রয়েছে।

পৌরসভার সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এখানকার ২০০ থেকে ২৫০ পরিবার  জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তাঘাট বসতবাড়িতে পানি জমে থাকায় চলাচল করতে পারছে না সাধারণ মানুষ।বসতবাড়িতে পানি উঠে যাওয়ায় গৃহস্থলীর রান্নাবান্না ও নিত্য-প্রয়োজনীয়  কাজে ব্যাপক দুর্ভোগে পড়েছেন পৌরবাসী। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থীরা পড়েছেন চরম বিপাকে। কোথাও হাঁটু পানি আবার কোথাও কোমর পানি থাকায় টিউওয়েলগুলো পানির নিচে তলিয়ে আছে। এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ। অবিলম্বে সাতক্ষীরা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমদ, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও পৌরসভার প্রশাসক মাশরুবা ফেরদৌসের নিকট দ্রুত সমাধান চেয়ে জলাবদ্ধতা নিরশনে পানির নিষ্কাশন দাবি জানিয়েছেন পৌরবাসী।
এদিকে, মধুমল্লারডাংগির অনেকেই সুপেয় পানির অভাব, সাপের ভয়, রান্না করতে না পারা ও স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ায় আসবাবপত্র নিয়ে বাড়ি ছেড়েছেন।
পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা বিলপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম খোকা জানান, ইটাগাছার বিলে অপরিকল্পিত মৎস্য ঘেরের কারণে পানি খাল দিয়ে নদীতে পড়তে পারছে না। বাইপাস দিয়ে যে স্লুইজ গেট দিয়ে পানি নিষ্কাশন হওয়ার কথা প্রলিজমে তার মুখ বন্ধ হয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমাদ জানান, অতিবৃষ্টিপাতের কারণে গত বছরের ন্যায় এ বছরও সাতক্ষীরায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের জন্য গত বৃহস্পতিবার ইটাগাছা বিলে গিয়ে ঘের মালিকদের তিন দিনের মধ্যে অবৈধ নেটপাটা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। জলবদ্ধতা নিরসনে সাতক্ষীরা খালগুলো খনন করা হয়েছে। শহরের প্রাণ সাহেরের খাল, বেদনা নদী ও কুঞ্জুর স্লুইচগেট খুলে দেওয়া হয়েছে। আশা করা যায় বিকেলের মধ্যে জলাবদ্ধ এলাকার পানি প্রাণ সায়েরের খাল দিয়ে বেদনা নদীতে পড়ে তা নিষ্কাশন হবে। এ ব্যাপারে কার্যকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন জানান, এক সপ্তাহের টানা বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে আমন বীজতলা, আউশ ধান ও সবজির ক্ষেত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন বীজতলা, বরবটি, সিম, শসাসহ বিভিন্ন সবজি ক্ষেত এখনো পানিতে নিমজ্জিত রয়েছে। তাৎক্ষণিকভাবে কি পরিমাণ ও কত কোটি টাকার ফসল ও কৃষকের ক্ষতি হয়েছে সে ব্যাপারে কাজ করছে কৃষি বিভাগ। পানি নামলে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ করা সম্ভব হবে। এর জন্য কয়েক দিন সময় লাগতে পারে।

করেস্পন্ডেন্ট July 10, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরা টানা বৃষ্টিতে ব্যাহত হচ্ছে শিক্ষা ব্যবস্থা
Next Article শ্যামনগরের লবণাক্ততার প্রভাবে ধ্বংসের পথে ঐতিহাসিক স্থান

দিনপঞ্জি

September 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
« Aug    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

শ্যামনগরের দর্শনার্থীদের নজর দক্ষিণ বড়কুপটে ২১ ফুট উচ্চতার দুর্গা প্রতিমা দর্ষণ

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
খুলনাতাজা খবর

জলবায়ু অভিবাসনে ঝুঁকিতে উপকূল সমাধানে এগিয়ে আসছে যুবরা

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
জাতীয়

৪২ কোটি টাকা ঘুষ গ্রহণ, আসামি সাইফুজ্জামান ও তার স্ত্রীসহ ৮ জন

By জন্মভূমি ডেস্ক 12 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

শ্যামনগরের দর্শনার্থীদের নজর দক্ষিণ বড়কুপটে ২১ ফুট উচ্চতার দুর্গা প্রতিমা দর্ষণ

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় ৫৯৩টি পূজামন্ডপে চলছে মহাষষ্ঠী

By জন্মভূমি ডেস্ক 13 hours ago
সাতক্ষীরা

কালিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা

By জন্মভূমি ডেস্ক 13 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?