সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার ভূমিহীন আন্দোলন ও নাগরিক আন্দোলনের নেতা প্রায়ত এডভোকেট আব্দুর রহিমের সংগ্রামী জীবন নিয়ে সাতক্ষীরার ভূমি ও নাগরিক অধিকার আন্দোলন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সাতক্ষীরা বিসিডিএস ভবনে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি আয়োজিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, আশরাফুজ্জামান আশু, প্রফেসর আব্দুল হামিদ, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, এড. আবুল কালাম আজাদ, এড. আব্দুর রহিমের পুত্র আনোয়ার জাহিদ তপন, সুধাংশু শেখর সরকার, ওবায়দুস সুলতান বাবলু, আবুল হোসেন, নিত্যানন্দ সরকার, এড. ওসমান গনি, শেখ হারুণ অর রশিদ, এড. আজাহারুল ইসলাম, কাজী আকতার হোসেন, শেখ এজাজ আহমেদ স্বপন, রফিকুল ইসলাম মোল্লা, কওসার আলী, আব্দুস সামাদ, আদিত্য মল্লিক, মফিজুল ইসলাম, জোৎন্সা দত্ত, আব্দুর জব্বার, মুনসুর রহমান, বায়জিদ হোসেন, বাবর আলী, আব্দুল গফ্ফার প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবলু।