জন্মভূমি ডেস্ক : জমিজমা নিয়ে বিরোধের জেরে ট্রাক চালককে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ মামলার আসামীকে র্যাব-৬ রবিবার বিকালে ফরিদপুর থেকে গ্রেফতার করে। মামলাসূত্রে, ট্রাক চালক রুহুল আমিন গাজীর সাথে আসামী হাশেম গাজীর জমিজমা নিয়া দীর্ঘদিন যাবত বিরোধ ছিলো। পূর্ব বিরোধের জের ধরে ১২ মে’২৩ তারিখ রাতে আসামী হাশেম গাজীসহ তার সহযোগীরা পরিকল্পিতভাবে রুহুল আমিনকে মারপিট করে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রুহুল আমিনের ছেলে ইমাম হোসেন বাদী হয়ে সাতক্ষীরা জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গোপন তথ্যে র্যাব-৬ আসামীর অবস্থান জানতে পেরে হত্যা মামলার প্রধান আসামী হাশেম গাজীকে(৫৫) ২৮ তারিখ বিকেলে ফরিদপুর থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৬ জানায়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত