
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা ও কদমতলা এলাকায় পৃথক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। উপজেলার গাজীরহাটে ট্রাক চাপায় এক ঘের ব্যাবসায়ী নিহত হয়েছেন। নিহত আশরাফুজ্জামান সোনা (৩৩) জেলার ভোমরার শ্রীরামপুর গ্রামের ঘেরব্যবসায়ী ও ডিপজল (৩৫) পুরাতন সাতক্ষীরার বাসিন্দা। শনিবার সকালে পৃথক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রাকটি বেপরোয়া গতিতে সাতক্ষীরা অভিমুখে যাওয়ার সময়, সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের গাজীরহাট বাজার এলাকায় পৌঁছালে আশরাফুজ্জামান সোনা মোটরসাইকেল ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আশরাফুজ্জামানের মৃত্যু হয়। সে সাতক্ষীরা ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মোফাজ্জেল মোড়লের ছেলে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে বেলা ১১টায় সাতক্ষীরা-যশোর মহাসড়কের কদমতলা বাজার এলাকায় ডিপজল (৩৫) নামের এক মোটরভ্যান চালক পিকআপের ধাক্কায় নিহত হয়েছেন। নিহত ডিপজলের বাড়ি পুরাতন সাতক্ষীরা হাটবাজার এলাকায়।

